Thursday, July 23, 2015

তিলাকমামার ক্যামেরা দিয়ে।








Sunday, May 17, 2015

Scribbles

Scattered thoughts of the black heart

This needs a big description: Here red and yellow represent marriage, customs related to females and green represents properity (read: having children). What i wanted to say was a girl's identity gets hidden and faded behind the curtain of patriarchal norms bestowed upon her. I used blue to draw the girl because its my favourite colour and also to give the shadowy effect.

Hi Thibaut.

Tuesday, March 24, 2015

Kalyani Das

কল্যানী দাস আমার দিদা।  কাল রাতে তিনি চলে গেলেন। কিন্তু এখন যেন আরো বেশি করে উপস্থিত তিনি।  যতদিন বেচেছিলেন ততদিন তিনি অন্যদের জন্য বেঁচেছেন।  কারুর মা, কারুর দিদি, কারুর স্ত্রী আর আমাদের দিদা। নিজের কথা কখনই আগে ভাবেননি। হয়ত সেটাই তার ইচ্ছা বা আনন্দ ছিল।  অথবা অনিচ্ছা.. আমাদের কোনদিন জানতে দেন নি। সুধু তার দেহটাই তাঁর একার।
আজ যখন দেহ টা  আর থাকবেনা, উনি আমাদের ভেতরে যেন নতুন করে মিশে যাবেন। আমি আশা করি যে এরপর আমাদের স্মৃতি দিয়ে যখন আমরা তাঁকে গড়ে তুলব, তখন তাঁকে প্রথমে একজন অসাধারণ মানুষ হিসেবে পরিচয় দেব, তারপর বলব আমাদের নিজেদের গল্পগুলো।

Monday, March 2, 2015

Modern Art Museum

আমার প্রিয় দুটো ছবি।  তবে এগুলো নিজেরা ছবি নয়।  সত্যি কারের টুল , মৌচাক etc . 



Friday, January 2, 2015

Homework er onko hochilo na tai...

আমার fbতে একটা স্কুল এর বন্ধু আছে , তার নাম প্রতীক্ষা। সে মাঝে মাঝেই দেশ বিদেশে ঘুরতে যায়।
আর খুব ছবি তোলে নিজের।  এটা তার ই profile থেকে নিয়া।  সে জানেনা যদিও। তাই তার আসলে ছবিটা দিলাম না।