আমার fbতে একটা স্কুল এর বন্ধু আছে , তার নাম প্রতীক্ষা। সে মাঝে মাঝেই দেশ বিদেশে ঘুরতে যায়।
আর খুব ছবি তোলে নিজের। এটা তার ই profile থেকে নিয়া। সে জানেনা যদিও। তাই তার আসলে ছবিটা দিলাম না।
যখন অঙ্ক হয় না তখন sketch and blog হলে ভালই হয়। তবে রান্না বাদ দিলে চলবে না। অনেক দিন বাড়িতে খেতে খেতে হিয়াকে রান্না করে তবে খেতে হয় মনে হলে একটু দুখু হয়। যা পাই তাই চেটেপুটে খেয়ে নি। who knows আমারও এমন দিন আসতে পারে।!
যখন অঙ্ক হয় না তখন sketch and blog হলে ভালই হয়। তবে রান্না বাদ দিলে চলবে না। অনেক দিন বাড়িতে খেতে খেতে হিয়াকে রান্না করে তবে খেতে হয় মনে হলে একটু দুখু হয়। যা পাই তাই চেটেপুটে খেয়ে নি। who knows আমারও এমন দিন আসতে পারে।!
ReplyDelete