কল্যানী দাস আমার দিদা। কাল রাতে তিনি চলে গেলেন। কিন্তু এখন যেন আরো বেশি করে উপস্থিত তিনি। যতদিন বেচেছিলেন ততদিন তিনি অন্যদের জন্য বেঁচেছেন। কারুর মা, কারুর দিদি, কারুর স্ত্রী আর আমাদের দিদা। নিজের কথা কখনই আগে ভাবেননি। হয়ত সেটাই তার ইচ্ছা বা আনন্দ ছিল। অথবা অনিচ্ছা.. আমাদের কোনদিন জানতে দেন নি। সুধু তার দেহটাই তাঁর একার।
আজ যখন দেহ টা আর থাকবেনা, উনি আমাদের ভেতরে যেন নতুন করে মিশে যাবেন। আমি আশা করি যে এরপর আমাদের স্মৃতি দিয়ে যখন আমরা তাঁকে গড়ে তুলব, তখন তাঁকে প্রথমে একজন অসাধারণ মানুষ হিসেবে পরিচয় দেব, তারপর বলব আমাদের নিজেদের গল্পগুলো।
আজ যখন দেহ টা আর থাকবেনা, উনি আমাদের ভেতরে যেন নতুন করে মিশে যাবেন। আমি আশা করি যে এরপর আমাদের স্মৃতি দিয়ে যখন আমরা তাঁকে গড়ে তুলব, তখন তাঁকে প্রথমে একজন অসাধারণ মানুষ হিসেবে পরিচয় দেব, তারপর বলব আমাদের নিজেদের গল্পগুলো।
No comments:
Post a Comment